ABP News

TMC News: সরস্বতী পুজোর টাকা থেকেও কাটমানি? তৃণমূল বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Continues below advertisement

Kolkata News: কলেজের ফান্ড থেকে কাটমানি, সরানো হল বিধায়ককে ! । চিত্তরঞ্জন কলেজের সরস্বতী পুজোর ফান্ড থেকে 'কাটমানি' । কাটমানি নেওয়ার অভিযোগ, সরানো হল GB সভাপতির পদ থেকে । চিত্তরঞ্জন কলেজ থেকে বিবেক গুপ্তকে সরিয়ে আনা হল শশী পাঁজাকে । তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই টিএমসিপির একাংশের অভিযোগ । অভিযোগ আসার পরেই শীর্ষ নেতৃত্বের নির্দেশে ব্রাত্য বসুর পদক্ষেপ: সূত্র।

 

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩০; স্পষ্ট করল যোগী সরকার

 

 

মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা। মৌনি অমাবস্যা উপলক্ষে স্নান শুরুর আগে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত ৩০ জনের। প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গেলেও ৫ জনকে করা যায়নি। 

মৌনি অমাবস্যায় মহাকুম্ভে মমান্তিক দুর্ঘটনা। স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হলেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনেরা ভিড় করেছেন। মর্গের সামনেও জড়ো হয়েছেন অনেকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram