Kolkata News: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে 'ওপেন উইন্ডো' শিল্পী গোষ্ঠীর তরফে চিত্র প্রদর্শনী

ABP Ananda Live: কথায় বলে, শিল্প ও শিল্পীর কোনও সীমানা হয় না। শিল্প সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষের অভিজ্ঞতা, অনুভূতি, ও আবেগের প্রকাশ। যা সর্বজনীন এবং কোনও সীমানা দিয়ে বাঁধা নয়। শিল্পের চর্চাই যেখানে একমাত্র ধর্ম। সেই ধারণা থেকেই, শনিবার থেকে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছে 'ওপেন উইন্ডো' শিল্পী গোষ্ঠীর তরফে চিত্র প্রদর্শনী। নাম 'জিরো টু ইনফিনিটি'। রয়েছে ১২ জন শিল্পীর ৪১টি পেন্টিং। ৪ জন শিল্পীর ৯টি ভাস্কর্য। ১৯৯৭ সাল থেকে পথ চলা শুরু ওপেন উইন্ডোর। সেই থেকে দেশে-বিদেশে, কলকাতার বাইরেও চিত্র প্রদর্শনী করে আসছে এই গোষ্ঠী। এখানে রয়েছেন সমীর আইচ, প্রদীপ রক্ষিত, হিরণ মিত্র, অমিতাভ ধরের মতো শিল্পীরা। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারি, ওয়েস্ট ও নিউ সাউথ গ্যালারি জুড়ে দেখা যাবে অভূতপূর্ব শিল্প সম্ভার। দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে গ্যালারি। 
২রা মার্চ পর্যন্ত চলবে প্রদর্শনী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola