Kolkata News: ফের রাতের শহরে দুর্ঘটনা, স্কুলবাসে ধাক্কা ট্রাকের
ABP Ananda Live: ফের রাতের শহরে দুর্ঘটনা, বেহালার শীলপাড়ার কাছে জনকল্যাণ মোড়ে স্কুলবাসে ধাক্কা। স্কুলবাসে ধাক্কা মারে বেপরোয়া ট্রাক। ধাক্কার পর রাস্তার ধারের দোকান, ফুটপাতের ওপর বেদি ভেঙে যায়। অল্পের জন্য রক্ষা পান স্কুল বাসের চালক। ট্রাক চালককে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানা।
বিবাদী বাগে হোমিওপ্যাথি দোকানে ঢুকে রাত কাটাল 'চোর', চ্যাংদোলা করে বের করল পুলিশ! কী মতলব ছিল?
বিবাদী বাগে হোমিওপ্যাথি ওষুধের দোকানে সন্দেহভাজন যুবক। শাটারের তালা ভেঙে এক যুবককে উদ্ধার করে পুলিশ। গতকাল সন্ধে সাড়ে ৭টায় বিবাদী বাগের এই হোমিওপ্যাথি ওষুধের দোকান
বন্ধ হয়ে যায়। তালাবন্ধ দোকানে কীভাবে ঢুকল ওই যুবক? কোথায় লুকিয়েছিল? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।