Newtown Chaos: নিউটাউনে তৃণমূলকর্মীর দাদাগিরি, বিরিয়ানি না দেওয়ায় হামলা? ABP Ananda Live

ABP Ananda Live: নিউটাউনে তৃণমূলকর্মীর দাদাগিরি! টাকা না দিয়ে বিরিয়ানি দাবি, রাজি না হওয়ায় মেরে মালিকের মাথা ফাটানোর অভিযোগ। এখনও অধরা অভিযুক্তরা।

'চ্যাংদোলা' Vs 'ঠুসে দেব'

 

২০২৬-এ জিতে আসা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছিলেন শুভেনদু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার এক যোগে বিরোধী দলনেতাকে নিশানা করলেন শাসকদলের বিধায়করা। 'ঠুসে দেওয়া'র হুমকি দিলেন হুমায়ুন কবীর। সিদ্দিকুল্লা চৌধুরী বললেন, ঠ্য়াং ভাঙার কথা। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা বললেেন, সাহস থাকলে ছুঁয়ে দেখুক। 

হাজরায় যতীন দাস মেট্রো স্টেশন লাগোয়া পরিত্যক্ত বাড়িতে আগুন

হাজরায় যতীন দাস মেট্রো স্টেশন লাগোয়া পরিত্যক্ত বাড়িতে আগুন। সকাল সাড়ে ৬টা নাগাদ হাজরা রোডে দোতলা বাড়িতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দরজা বন্ধ থাকায়, জানলা ভেঙে জল দিতে শুরু করেন দমকল কর্মীরা। তালাবন্ধ বাড়িতে কীভাবে আগুন লাগল, তা নিয়ে রহস্য। ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola