Kolkata News: গার্ডেনরিচের হনুমান মন্দিরে মহা ধূমধাম করে পুজো হল বজরংবলীর, এবছর ২০ তম বর্ষে পা
ABP Ananda Live: সকাল থেকে শুরু আয়োজন। ফুল-ফল মিষ্টি, বজরংবলীর জন্য মহা ধূমধাম সহকারে যাবতীয় ব্যবস্থা। শনিবার ঠিক এভাবেই সাড়ম্বরে পুজো হল গার্ডেনরিচের হনুমান মন্দিরে। দেখতে দেখতে এই পুজো পা দিল ২০ তম বর্ষে। পুজো উপলক্ষ্যে মন্দিরে আসেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, এবং মহেশতলার তৃণমূল বিধায়ক দুলালচন্দ্র দাস। উদ্যোক্তরা জানিয়েছেন ২০০৬ সালে মহেশতলা পুরসভার ১নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন্দ্র সিংহর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। সেই থেকেই শুরু পুজো।
‘অভয়ার মা-বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওঁদের’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণালের
শনিবার সাংবাদিক বৈঠক করে নির্যাতিতার মা-বাবাকে নিশানা করেন কুণাল। তিনি বলেন, "কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওঁরা? মুখ্যমন্ত্রীর পুলিশ তো ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে ধরেছে! তাঁরা কিছু অন্ধ, তৃণমূল বিরোধী, বাম-অতিবাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন।"
কুণাল আরও বলেন, "আমরা বিস্মিত, মেয়ের মৃত্যুতে যে বাবা-মার বুক ভেঙে গিয়েছে, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক-একদিন এক-এক রকম বিবৃতি দিয়ে যাওয়া কী করে হতে পারে! আমরা কান্নার ছবি দেখতে পেলাম না, বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি... প্রথম দিন থেকে ইস্পাত কঠিন ভাবে এঁরা সাংবাদিকদের নানা কথা বলে গেলেন। কেউ কানে মন্ত্র দিচ্ছে। যারা চক্রান্তকারী, তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার মা-বাবা। পূর্ণ সম্মান দিয়েই বলছি।"