Kolkata News: স্টেশন এলাকায় ঘোরাঘুরি কেন? কী উদ্দেশ্যে সাক্ষাৎ? কসবাকাণ্ডে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য

কসবাকাণ্ডে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হওয়ার একঘণ্টা আগে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে মিলেছে গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র ও জেব আহমেদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। পুলিশের অনুমান, কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন এই দু’জন। কার সঙ্গে, কী উদ্দেশ্যে সাক্ষাৎ?  স্টেশন এলাকায় ঘোরাঘুরি কেন? সব কিছুই খতিয়ে দেখছে পুলিশ। 

আরও খবর...

সাউথ ক্য়ালকাটা ল' কলেজে গণধর্ষণের অভিযোগে এবার একের পর এক বিস্ফোরক তথ্য় সামনে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির কর্ণধার। তাঁর দাবি, ভয়েই কাউকে কিছু জানাতে পারেননি ঘটনার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী ধৃত পিনাকী বন্দ্যোপাধ্যায়। সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজারের দাবি, ফোনে পিনাকী বন্দ্যোপাধ্য়ায় তাঁকে জানিয়েছিলেন, তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছিল। আটকে রাখা হয় ইউনিয়ন রুমে। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তা রক্ষী সঞ্জীব শীলও। কলেজে নাকি চলত ম্যাঙ্গো দাদার 'হুকুম'। সংস্থার অপারেশনাল ম্য়ানেজার এদিন বলেন, গার্ডকে বলত মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে, গার্ডকে করতে হত, যেহেতু এটা মনোজিৎ দাদা বলছে। তাঁর আরও দাবি, অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola