ABP News

Kolkata News: কসবায় পানীয় জলের সংযোগ কাটার অভিযোগে কড়া বার্তা পুরসভার

Continues below advertisement

ABP Ananda LIVE: জলেও 'আমরা-ওরা', কলকাতা পুরসভার কড়া বার্তা । 'পানীয় জলের লাইন কাটতে হলে নিতে হবে অনুমতি' । 'পুরসভার ডিজি (জল সরবরাহ)-র কাছ থেকে নিতে হবে অনুমতি'। কসবায় পানীয় জলের সংযোগ কাটার অভিযোগে কড়া বার্তা পুরসভার

 

 তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের

তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিতে হাজিরার পর সুর নরম হুমায়ুন কবীরের। নিজের অবস্থান থেকে সরে সুর নরম ভরতপুরের তৃণমূল বিধায়কের। 'তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে'। 'ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না'। হুমায়ুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। দলের শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর মন্তব্য হুমায়ুনের। 'দল নয়, আগে জাতি সত্তা', আগের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় নারাজ ভরতপুরের তৃণমূল বিধায়ক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram