Kolkata News: নলবনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
ABP Ananda LIVE : কলকাতা লেদার কমপ্লেক্স থানার নলবনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সন্ন্যাসী দলুই। পুলিশ সূত্রে খবর, সন্ন্যাসীর সঙ্গে মৃত রাজা মণ্ডলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শুক্রবার রাতে রাজার সঙ্গে কথা বলার অছিলায় ডেকে এনে মদ খাইয়ে বেহুঁশ করে প্রাণ নেওয়া হয় বলে অভিযোগ। নলবনের ভেড়ির পাশে পড়েছিল হোটেল কর্মী রাজা মণ্ডলের দেহ। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল মূল অভিযুক্ত সন্ন্যাসী দলুই। রাতে তাকে গ্রেফতার করে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
UCO Bank: ১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন CMD
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।