ECI News: অগাস্টেই কি বাংলায় ভোটার তালিকা সংশোধন? নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং

ABP Ananda LIVE : অগাস্টেই কি বাংলায় ভোটার তালিকা সংশোধন? নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং। কীভাবে চলবে সংশোধন, BLO-দের দেওয়া বইয়ে স্পষ্ট নির্দেশিকা। 

 

Dilip Ghosh:'কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে' ; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।

এদিন তিনি  অভিযোগ জানিয়ে বলেন, ২৫ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, একটি ভিডিও প্রচার করা হয়েছে, খুবই নোংরা ধরণের।  যেখানে, স্ত্রী-পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে, যে পুরুষ চরিত্র, তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হয়েছে। ভিডিও ঠিক, কি ভুল, তৈরি করা কিনা, কোন চরিত্র , কারা করেছে, আমরা কিছু জানি না। কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ইমেজকে ধ্বংস করার, চেষ্টা করা হয়েছে।একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন। সেই চক্র থেকে এটি করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে, এর সত্য সামনে আসা উচিত। যারা এই চক্রান্ত করছে, তাঁদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।' তিনি আরও বলেন, এই ঘটনায় কে আছে, কে না আছে, সন্দেহের বশে কিছু বলা সম্ভব নয়। সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে। একাধিক লোক থাকে তার মধ্যে। সব সম্ভব। সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইন দেখবে। পুলিশ যদি এমনি না করে, আমি হাইকোর্টেও যাব।' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola