ABP News

Newtown News: থানার মধ্যেই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ! ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: এবার থানার মধ্যেই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ ! নিউটাউন থানার মধ্যে মহিলা এসআই-এর শ্লীলতাহানির অভিযোগ। থানার মধ্যে মহিলা এসআই-এর উর্দি ধরে টান মত্ত ২ যুবকের। গ্রেফতার বড়বাজারের ২ ব্যবসায়ী, ধৃত দু'জন বিহারের বাসিন্দা। দোলের দিন মত্ত অবস্থায় ডিভাইডারে ধাক্কা, ২ জনকে থানায় নিয়ে গেলে 'তাণ্ডব'। 

 

 ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি, বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা

 

মণ্ডল সভাপতির পরে এবার জেলা সভাপতি নিয়েও বিজেপিতে 'বিদ্রোহ'। নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়িতে 'বিদ্রোহ'। কর্মীদের অন্ধকারে রেখেই নতুন জেলা সভাপতি ঘোষণার অভিযোগ। জলপাইগুড়ির পর বসিরহাটেও জেলা সভাপতি নিয়ে বিজেপিতে দ্বন্দ্ব। চক্রান্তের অভিযোগে বসিরহাটে প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বিক্ষোভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram