Kolkata News: খাটু শ্যামের পুজো উপলক্ষ্যে কলকাতায় হল নিশান যাত্রা
ABP Ananda Live: ঐতিহ্যের শহর কলকাতায় সংস্কৃতির কত না বৈচিত্র্য...রবিবার সকালে তারই ঝলক দেখা গেল ১১৭ নম্বর ওয়ার্ডে। মরু-রাজ্য রাজস্থানে দেবতা হিসেবে যে খাটু শ্যাম পূজিত হন, তাঁর স্মরণে হল নিশান যাত্রা... নিউ আলিপুরের হিন্দুস্তান পার্ক থেকে শুরু হয় শোভাযাত্রা। দেড় কিলোমিটার দূরে চণ্ডীধাম মন্দিরে পৌঁছে তা শেষ হয়...চণ্ডীধাম মন্দিরেই রয়েছে খাটু শ্যামের মূর্তি...১১৭ নম্বর ওয়ার্ডের বহু বাসিন্দা এই শোভাযাত্রায় অংশ নেন। মহাভারতের সঙ্গে জড়িয়ে খাটু শ্যামের কাহিনি..মধ্যম পাণ্ডব ভীমের পুত্র ঘটোৎকচ। তাঁর ছেলে বারবারিক। তাঁর শক্তি ও প্রতিভায় অত্যন্ত সন্তুষ্ট ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে নিজের মস্তক উৎসর্গ করেছিলেন বারবারিক। ভক্তি ও ত্যাগে প্রসন্ন হয়ে, বারবারিককে শ্রীকৃষ্ণ বর দেন, কলিযুগে শ্যাম নামেই তিনি পূজিত হবেন। রাজস্থানের সীকর শহর থেকে ৪৩ কিলোমিটার দূরে খাটু গ্রামে রয়েছে বারবারিকের মন্দির। সেখানে খাটু শ্যাম নামে পূজিত হয়ে আসছেন তিনি।