GB Syndrome : মহানগরীতে গুলেন বেরি সিনড্রোমের চোখরাঙানি ! NRS মেডিক্যালে কিশোরের কাড়ল প্রাণ !
ABP Ananda LIVE : গুলেন বেরি সিনড্রোম, NRS মেডিক্যালে কিশোরের মৃত্যু। উঃ ২৪ পরগনার আমডাঙার বাসিন্দা অরিত্র মণ্ডল। ২১ জানুয়ারি হাসপাতালে ভর্তি, গতকাল কিশোরের মৃত্যু। ডেথ সার্টিফিকেটে সেপটিক শক, GB সিনড্রোমের উল্লেখ। বারাসাত গর্ভনমেন্ট স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র অরিত্র। 'স্থানীয় হাসপাতাল থেকে NRS মেডিক্যালে অরিত্রকে রেফার'। 'NRS মেডিক্যালে আনার পরে প্রাথমিকভাবে ছেড়ে দেওয়া হচ্ছিল'। 'শরীরে দুর্বলতার কথা বলে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছিল'। 'জোর করেই হাসপাতালে ভর্তি, ২দিন পরে GB সিনড্রোমের হদিশ'। 'হাসপাতালে প্রয়োজনীয় ইঞ্জেকশন ছিল না, কিনতেও দেওয়া হয়নি'। 'পরে প্লাজমা থেরাপি শুরু হলেও, বাঁচানো যায়নি অরিত্রকে'। GB সিনড্রোমে ছাত্রের মৃত্যুতে এমনই দাবি পরিবারের।
WB News LIVE: এবার শ্রীরামপুরে হেলে পড়া আবাসনের হদিশ, মানতে নারাজ প্রোমোটার
এবার শ্রীরামপুরে হেলে পড়া আবাসনের হদিশ। শ্রীরামপুরে কুমিরজলা রোডে একদিকে বসে গেলে আবাসন, দাবি প্রতিবেশীদের, মানতে নারাজ প্রোমোটার। বহুতল তৈরির পর বাড়িতে ও পাঁচিলে ফাটল ধরেছে, দাবি জানিয়ে আতঙ্কে প্রতিবেশীরা। '২০২০ সালে প্ল্যান পাস করিয়েছিলেন প্রোমোটার তুষার কান্তি ঘোষ, তৈরি করেন বহুতল'। 'প্রোমোটারকে ডেকে সবরকম ব্যবস্থা নিয়ে বলা হয়েছে', জানালেন শ্রীরামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য। 'মাটি খারাপ তাই ফাটল ধরেছে, আবাসন হেলে যায়নি, পুরসভার পরিদর্শনেও কিছু ধরা পড়েনি', পাল্টা দাবি প্রোমোটারের।