Kolkata News: সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রতারণা ! পার্ক স্ট্রিটের ইলিয়ট লেন থেকে গ্রেফতার এক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: খাস কলকাতায় প্রতারণার জাল। একদিকে পার্ক স্ট্রিট। নিজেকে সেনা আধিকারিকের পরিচয় দিয়ে, আস্ত সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলে প্রতারণার জাল ছড়িয়েছিলেন শেখ নাজিম নামে এক ব্যক্তি। খবর পেতেই পার্ক স্ট্রিটের ইলিয়ট লেন থেকে গ্রেফতার করা হল তাঁকে। অন্যদিকে, নিউটাউনে কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয়ে চাকরির টোপ দিয়ে পুলিশের জালে আরেক ব্যক্তি। নাম সৌরভ কুমার। 

ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।

ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। বালির বখরা নিয়ে বোমাবাজির পর এবার এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। গত সপ্তাহে কাঁকরতলায় বালির বখরা নিয়ে তৃণমূলের কোন্দলে সংঘর্ষ বাধে। রাজনীতির যোগ উড়িয়ে শাসকদল একে ব্যক্তিগত শত্রুতা বলে দাবি করেছে। তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola