Kolkata News: পাটুলির ১০১ নম্বর ওয়ার্ডে উদ্ধার তাজা বোমা, আতঙ্কিত স্থানীয়রা | ABP Ananda Live
ABP Ananda Live: পাটুলির এক জায়গায় বোমা বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে, অন্যদিকে ১০১ নম্বর ওয়ার্ডে তাজা বোমা উদ্ধার হয়েছে, যা নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। খাস কলকাতায় বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! পাটুলি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফাটল বোমা। জখম কিশোর। ঘটনাস্থলের কাছেই পার্কের পাশে মিলল তাজা বোমা।
পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ । উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর।
এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।