ABP News

Kolkata News: রিজেন্ট পার্কে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি ! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ১২ ফেব্রুয়ারি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে শয্যাশায়ী প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে টাকা ও গয়না লুঠ করেছিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে বড়তলা  থানার দূরত্ব মাত্র ৫০০ মিটার। ১৬ ফেব্রুয়ারি দমদম থানা থেকে ২ কিলোমিটারের মধ্যে, জানালার গ্রিল কেটে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে লুঠ করা হয়। তার দুদিনের মাথায় এবার রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউয়ে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ডাকাতি করল দুষ্কৃতীরা। আর এখান থেকে থানার দূরত্ব মেরেকেটে ২০০ মিটার। তিনটি ঘটনাতেই কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কার উপরে ভরসা করবেন? আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে নালিশ জানালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শুভেন্দুকে ভয় দেখানোর অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ হয়ে, তাঁর হস্তক্ষেপ দাবি করেছেন কৌস্তভ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন 'মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের হয়ে বিরোধী দলনেতাকে ভয় দেখাচ্ছেন।' এরপরই তিনি রাজ্যপালকে ইমেল মারফত অভিযোগ করেছেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram