RG Kar News: 'উপযুক্ত নিরাপত্তা দেওয়া হোক', আরজি করের ঘটনার পর দাবি জুনিয়র ডাক্তারদের।
ABP Ananda Live: RG কর হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে দেখা গেছে চেস্ট ডিপার্টমেন্টের সামনের সিসিটিভি-তে। তাকে চিনতে পারেন হাসপাতালের নার্স ও কর্মীরা। খবর সূত্রের। ঘটনাস্থলে পড়ে ছিল হেডফোনের অংশ, সেই সূত্রেই গ্রেফতার, খবর পুলিশ সূত্রে। জেরায় আগেই মিলেছিল অসঙ্গতি। তখনই তাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। টানা জেরায় মিলল সূত্র। চলছে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ। আরও খবর, আরজি কর হাসপাতালেই অন ডিউটি মহিলা চিকিৎসক খুনের ঘটনায় আটক ১। খুনই করা হয়েছে আরজি করে হাসপাতালের মহিলা চিকিৎসককে। মিলেছে চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ, সূত্র লালবাজার। নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন, চোখ থেকেও রক্তক্ষরণ, শরীরে ১০ রকমের আঘাতের চিহ্ন। 'মহিলা চিকিৎসকের শরীরের নানা জায়গায় একাধিক আঘাত । ২ পা থেকেই রক্তপাত, মুখ, পেটে আঘাতের চিহ্ন। শরীরে মিলল নখের আঘাতের চিহ্ন। বিছানায় ছড়িয়ে রক্ত, ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল চুল। মৃতার গোপনাঙ্গ থেকেও রক্তপাত, সূত্র হাসপাতাল ।