Kolkata News: বেহালা, বাঁশদ্রোণীর পর সল্টলেক, দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda live: বেহালা, বাঁশদ্রোণীর পর সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া। সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার সময় বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। দেহ নিয়ে পথ অবরোধ উত্তেজিত জনতার, বাস ভাঙচুর। 

 

'আপনাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই'। 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাহাড়ে যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না'। 'আপনাদের ভয়ে ব্যাগ গুছিয়ে পাহাড়ে পালিয়েছেন'। 'কারও দয়ায় আপনারা এখানে ধর্না-অবস্থান করছেন না'। 'হাইকোর্টের অনুমতিতে আপনারা এখানে অবস্থান করছেন'। 'সরকারের তরফে মুখ্যসচিবের আপনাদের থেকে ডেপুটেশন নেওয়ার কথা'। 'মুখ্যসচিব না নিলে আর কারও কাছে ডেপুটেশন দেবেন না'। 'মমতা বন্দ্যোপাধ্য়ায় কাউকে চাকরি দিতে পারবেন না'। 'চাকরির বেতনের টাকায় ভোটের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেবেন'। 'বাংলায় যতক্ষণ মমতা থাকবেন, একটাও নিয়োগ হবে না'। 'রাজ্যে ৬ লক্ষ স্থায়ী পদ অবলুপ্ত করেছে তৃণমূল সরকার'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram