Kolkata News: সল্টলেকের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুঠ। ABP Ananda Live
Saltlake: সল্টলেকে ফের টার্গেট একাকী বৃদ্ধা । সল্টলেকের পূর্বাচলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে ঢুকে লুঠ । বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করে লুঠের অভিযোগ । সোনার গয়না ও ৩ লক্ষ টাকা লুঠের অভিযোগ । গলা টিপে খুনের চেষ্টা, অভিযোগ বৃদ্ধার । গতমাসেই স্বামীর মৃত্যু, তারপর থেকে বাড়িতে একাই থাকেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা । পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত ১ যুবকের বিরুদ্ধে অভিযোগ।
সামনে দাঁড়িয়ে ঊর্দিধারী পুলিশ, তবুও তাদের সামনে দাঁড়িয়েই তাণ্ডব চলছে। এমন ঘটনায় আবারও প্রশ্নের ভ্রুকুটি ফেলেছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায়। যে দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারপরেও মেলেনি জবাব। সাগর দত্তের পর এবার বেহালা। আর জি কর কাণ্ডের পর চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। কিন্তু উত্তর মিলছে কি? এবার আবারও একবার সাগর দত্ত মেডিকেলের কথা মনে করিয়ে দিল বেহালা বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভাঙচুর। রোগীমৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হয় এই হাসপাতালে। জরুরি বিভাপ বিনষ্ট হয়। আবারও একবার প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।