
Tala Prattoy: একশো বছরে টালা প্রত্যয়।সরস্বতী পুজোর আগে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।উপস্থিত ছিলেন এই তারকারা
ABP Ananda LIVE : একশো বছরে টালা প্রত্যয়। সেই উপলক্ষে সরস্বতী পুজোর আগে দু দিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধেয় সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান ও পণ্ডিত স্বপন চৌধুরীর সুরের মূর্ছনায় ভাসল কলকাতা।
Jogesh Chandra Chaudhuri College: সশস্ত্র পুলিশ দিয়ে কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো, আগামীকাল যোগেশ চন্দ্রে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
সশস্ত্র পুলিশ দিয়ে ক্যাম্পাসে সরস্বতী পুজো, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে সরস্বতী পুজোতেও বেনজির সংঘাত। হাইকোর্টের হস্তক্ষেপ, সশস্ত্র পুলিশ দিয়ে সরস্বতী পুজোর নির্দেশ। ঠিক কী হয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজে? এই নিয়ে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এমনটাই খবর সূত্রে। এর পাশাপাশি জানা গিয়েছে, আগামী কাল সরস্বতী পুজোর সময় কলেজ ক্যাম্পাসে যাচ্ছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যোগেশ চন্দ্র চৌধুরী ল' কলেজের অধ্যক্ষার সঙ্গে তাঁর কথা হয়েছে। ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সাংসদ মালা রায়ের সঙ্গেও কথা হয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীকেও রিপোর্ট দেওয়া হয়েছে। পুজো হবে। নিশ্চিন্তে পুজো হবে। কোথাও কোনও সমস্যা নেই।