ABP News

Arms Recovered : কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা?

Continues below advertisement

ABP Ananda LIVE : এবার কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা, হাতবদলের সেন্টার শিয়ালদা? আড়াই মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ মিলল। বৈঠকখানা রোডেই আগ্নেয়াস্ত্র, গুলি-সহ পাকড়াও। ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি-সহ উত্তরপ্রদেশের ৫জন গ্রেফতার। সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রের কারবার হয়েছে।                           

কলকাতা পুলিশের STF-এর অভিযান, অস্ত্র-কার্তুজের হদিশ। ব্যাগের মধ্যে অস্ত্র-গুলি নিয়ে ঘোরাফেরা, STF-এর হাতে পাকড়াও। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ৫জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। ৯ নভেম্বর, ২০২৪-এ শিয়ালদার বৈঠকখানা রোডেই অস্ত্র-ভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে। STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার।                                                                       

এর মধ্যে শিয়ালদা স্টেশন থেকে পাকড়াও হয়েছিল তিন রোহিঙ্গা। তাদের মধ্যে দু'জন নাবালিকা। পুলিশ সূত্রে খবর, ধৃত আব্দুল রহমান মানবপাচারে সিদ্ধহস্ত। নিজে বেআইনিভাবে ভারতে ঢুকে রোহিঙ্গা অনুপ্রবেশের নিয়ন্ত্রক হয়ে উঠেছিল সে। ত্রিপুরার কৈলা শহরেও ১০ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। STF সূত্রে খবর, অপরাধ সংগঠিত করতেই অস্ত্র-গুলি মজুত করা হয়েছিল। ব্যাগের মধ্যে অস্ত্র-গুলি নিয়ে কেন ঘোরাফেরা করছিল ভিনরাজ্যের ৫ দুষ্কৃতী? কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত করা হয়েছিল? খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram