TMC BJP Clash: শিয়ালদা স্টেশনের নাম বদল নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি ! সুকান্ত বনাম কুণাল তরজা

ABP Ananda LIVE: শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব সুকান্তর। শ্যামপ্রসাদ কেন নাম রাখুক বিবেকানন্দর নামে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। নাম বদল প্রস্তাবে তরজা

 

Delhi News: নয়ডায় ভুয়ো থানা খুলে 'প্রতারণা', গ্রেফতার বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী ! ধৃত মোট ৬

 সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ। গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী-সহ ৬ জনকে ! ঝাঁ চকচকে অফিসের সামনে 'ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো' নামে ঝোলানো হয়েছে বোর্ড। আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার অফিসার হিসাবে পরিচয় দিয়ে তৈরি করা হয়েছে সচিত্র ভুয়ো ID কার্ড!অভিযোগ, সেখানে বসেই কখনও পুলিশ অফিসার, কখনও আবার তদন্তসংস্থার আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো! গোপন সূত্রে খবর পেয়ে সেই ভুয়ো তদন্ত সংস্থার পর্দাফাঁস করল নয়ডা পুলিশ। গ্রেফতার করা হল বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী, তাঁর ছেলে-সহ ৬ অভিযুক্তকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola