Kolkata: 'ভাড়াটের সঙ্গে মীমাংসার জন্য ৫লক্ষ টাকা চেয়েছিল অভিজিৎ মণ্ডল',জানালেন আক্রান্ত প্রোমোটার

Continues below advertisement

ABP Ananda LIVE: 'আমি যেখানে নতুন প্রজেক্ট করেছি ওখানে ভাড়াটে ছিলেন, ভাড়াটের সঙ্গে মীমাংসার জন্য একজন ৫ লক্ষ টাকা চেয়েছিল অভিজিৎ মণ্ডল ওরফে রানা। ও ভাড়াটেকে দীর্ঘদিন আটকে রেখেছিল যাতে মীমাংসা না করে। ভাড়াটে গতকাল মীমাংসা করে, তারপর আমরা তাঁকে নতুন ঘরের ব্যবস্থা করে দিই,' জানালেন আক্রান্ত প্রোমোটার অভিজিৎ সরকার।

সিঁথিতে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ' সিঁথির 'বাহুবলী'র। গতকাল মধ্যরাতে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধরের অভিযোগ। প্রোমোটারের দাবি, মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। হামলার সময় নিজেকে জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল রানা, দাবি আক্রান্ত প্রোমোটারের। ঘটনা সম্পর্কে জানা নেই, দাবি অতীন ঘোষের। জখম হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রোমোটার। অফিস ঘর থেকে টাকা লুঠেরও অভিযোগ করছেন প্রোমোটার। মারধরের পর সিসি ক্যামেরা দেখে, তা ভেঙে দেওয়ার অভিযোগ। কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আক্রান্তর সঙ্গে কথা বলা হয়েছে'। উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram