South Point School Scam:শহরে ইডি-র অ্যাকশন, সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযান।

ABP Ananda LIVE: শহরে ইডি-র অ্যাকশন, সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতি মামলায় একাধিক জায়গায় অভিযান। সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুরে হানা । নিউ আলিপুরে বি ব্লকের বাড়িটি হল সাউথ পয়েন্ট স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগার। প্রায় একই সময়ে ইডি-র আরেকটি টিম পৌঁছে যায় কসবার কায়স্থ পাড়ায় কে কে মালব্যর বাড়িতে।

পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, শুরু অবস্থান বিক্ষোভ। লালবাজারের অনেক আগেই মিছিল আটকাল পুলিশ। পাল্টা পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। নিরস্ত্র ডাক্তারদের আটকাতে ব্যারিকেড পুলিশের। আসানসোলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, দিকে দিকে বিজেপির DM অফিস অভিযান। লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা I আরজি কর কাণ্ডে জেলায় জেলায় শাসকের দুয়ারে বিজেপির বিক্ষোভ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola