Kolkata News: মধুসূদন মঞ্চে হয়ে গেল সৃঞ্জন নৃত্যালয়ের ২৯ তম সাংস্কৃতিক অনুষ্ঠান
ABP Ananda LIVE: মধুসূদন মঞ্চে হয়ে গেল সৃঞ্জন নৃত্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ তম বর্ষে এবারের আকর্ষণ ছিল ওড়িশি নৃত্য় বন্ধন। শনিবারের সন্ধে নুতুন মাত্রা পেল নৃত্য়ের ছন্দে। মধুসূদন মঞ্চে নাচের বিশেষ অনুষ্ঠান করল নৃত্য়প্রশিক্ষণ কেন্দ্র সৃঞ্জন নৃত্য়ালয়। ওড়িশি নৃত্য়ে মঞ্চে মাতালেন বিভিন্ন বয়সি শিল্পীরা। ২৯ তম বর্ষে তুলে ধরা হয়েছে 'স্থাপত্য সত্য়'কে। এবারের বিশেষ আকর্ষণ ছিল ওড়িশি নৃত্য়- বন্ধন। এদিনের অনুষ্ঠান দেখতে হাজির ছিলেন বহু বিশিষ্টজন।
West Bengal News Live: ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের, পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।