Tab Scam: জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি, বিকাশ ভবনের থেকে তথ্য যাচাই লালবাজারের। ABP Ananda Live

ABP Ananda Live: 'ট্যাব কেলেঙ্কারি পরিচালিত ও নিয়ন্ত্রিত করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে', যেভাবে পরপর কেলেঙ্কারির তথ্য সামনে আসছে , তাতে এটাই অনুমান তদন্তকারীদের। 'ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর' এমনটাই মনে করছে লালবাজার। গতকাল তদন্তে শিক্ষা দফতরের সদর দফতর বিকাশ ভবনে যায় কলকাতা পুলিশের টিম। কলকাতা পুলিশের টিমে ছিল সাইবার বিশেষজ্ঞরা। 

ট্যাবের টাকা ঢোকেনি, অভিযোগ ছিল কীর্ণাহার তারাপদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর। তদন্তে স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, ওই টাকা ঢুকছে একি নামের ২০২১-এর একাদশ শ্রেণীর স্কুল ছুট ছাত্রীর অ্যাকাউন্টে। সেই ছাত্রী বর্তমানে বিবাহিতা। তাঁর অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ গতকাল পুলিশ নিয়ে বাড়িতে আসে। ছাত্রীর বাবকে ব্যাঙ্কে নিযে গিয়ে টাকা উদ্ধার করে। এতে তাঁদের সম্মানহানি হয়েছে বলে দাবি করেছে স্কুলছুট ছাত্রীর পরিবারের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola