
Kolkata News: ট্যাংরা, আলিপুরদুয়ারের পর এবার হালতু, ফের গোটা পরিবারের রহস্যমৃত্যু
ABP Ananda Live: ট্যাংরা, আলিপুরদুয়ারের পর এবার হালতু। ফের গোটা পরিবারের রহস্যমৃত্যু। ট্যাংরার মতো এখানেও উঠে এসেছে আর্থিক সঙ্কটের তত্ত্ব। হালতুর পূর্বপল্লিতে একই ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অটোচালক সোমনাথ রায় ও তাঁর স্ত্রী সুমিত্রা রায়ের দেহ। গলায় কাপড় দিয়ে আড়াই বছরের শিশুপুত্রের মৃতদেহ বাঁধা ছিল বাবার কোলে। ঘরের দুই দেওয়ালে লেখা রয়েছে আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের কথা। মামা-মামি ছাড়াও আরও তিনজনের নাম লেখা রয়েছে দেওয়ালে। এছাড়াও পাওনাদারদের চাপের কথাও লেখা রয়েছে সেখানে। পুলিশ সূত্রে খবর ঘরে আরও একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছেন দম্পতি। তবে, খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কারও শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আগামীকাল ময়নাতদন্ত করা হবে। দেনার ভার আর সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই কি চরম পথে হাঁটতে হল গোটা পরিবারকে? নাকি নেপথ্যে অন্য কিছু? উত্তর খুঁজছে পুলিশ।