Tangra News : ট্যাংরাকাণ্ডে প্রসূন দে-র বয়ানে একাধিক অসঙ্গতি। কড়া পদক্ষেপের পথে লালবাজার
ABP Ananda LIVE : ট্যাংরাকাণ্ডে পরপর ট্যুইস্ট। আহত প্রসূন দে-র বয়ানে একাধিক অসঙ্গতি। হাসপাতাল থেকে ছাড়া পেলেই কড়া পদক্ষেপের পথে লালবাজার। ২ ভাইকে গ্রেফতার করতে পারে পুলিশ। বাড়ির ২ মহিলা নিজেই নিজেদের হাত কেটেছিল বলে দাবি প্রসূনের। প্রসূনের দাবি মানতে নারাজ তদন্তকারীরা। 'প্রসূনই বাড়ির দুই মহিলার হাতের শিরা কেটেছিলেন'। 'পায়েস খেয়ে মৃত্যু না হওয়ায় দুই মহিলার হাতের শিরা কেটেছিলেন প্রসূনই'। '২ ভাই-বোনকেও বালিশ চাপা দিয়ে খুনের চেষ্টা করেছিল প্রসূন'। 'নিজেরই হাত কেটেছিল প্রসূন, কিন্তু রাজি হয়নি প্রণয়'। তারপরই পিলারে গাড়ি ধাক্কা মেরে আত্মহত্যার সিদ্ধান্ত, পুলিশ সূত্রে খবর।
WB News Live: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতির শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা
ফের শহরে ATM জালিয়াতি, এবার মুকুন্দপুরে। নতুন কায়দায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এ জালিয়াতি। প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষিকা। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৫১ হাজার টাকা। ATM-এ আগে থেকেই নিষ্ক্রিয় করা ছিল 'জিরো' বোতাম। টাকা তুলতে পারছিলেন না বৃদ্ধা, সাহায্য়ের অছিলায় এগিয়ে আসে প্রতারক। বৃদ্ধাকে ফাস্ট ক্যাশ অপশনে ক্লিক করতে বলা হয়। সাহায্য়ের অছিলায় বৃদ্ধার ডেবিট কার্ডও বদলে দেয় প্রতারক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশে অভিযোগ দায়ের, মুখ্যমন্ত্রীকেও চিঠি প্রতারিত বৃদ্ধার।