Tangra News : ট্যাংরার বহুতলকাণ্ডে গ্রেফতার প্রোমোটার। টাকা ফুরিয়ে যাওয়ায় এসেছিলেন ছেলের কাছে

ABP Ananda LIVE: ট্যাংরার হেলে পড়া বহুতলকাণ্ডে গ্রেফতার করা হল নির্মীয়মাণ বহুতলের প্রোমোটারকে। পুলিশ সূত্রে খবর, টাকা ফুরিয়ে যাওয়ায় এসেছিলেন ছেলের কাছে। তখনই পাকড়াও করা হয় অভিযুক্তকে। 

Tollywood News: অবশেষে কাটল জট, সোমবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়

অবশেষে কাটল জট। সোমবার থেকে ফের স্টুডিওপাড়ায় শোনা যাবে লাইটস, ক্য়ামেরা, অ্যাকশন। সোমবার থেকে আবার শ্যুটিং শুরু হবে টালিগঞ্জে। আজ বৈঠকের পরে জট কেটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। আজ পরিচালক-টেকনিসিয়ানদের সঙ্গে আজ বৈঠক করেছেন অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ২ মন্ত্রীর সঙ্গে স্টুডিওপাড়ার ২ পক্ষের বৈঠকে কাটল জট। 'সমস্যা হলে আমরা আছি, আশ্বাস দিয়েছেন রাজ্যের ২ মন্ত্রী', সোমবার থেকেই ফ্লোরে ফের শ্যুটিং, জানালেন পরিচালকরা।

গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় ডামাডোল। একটি ধারাবাহিকের সেট তৈরিকে ঘিরে শুরু হয় সমস্যা। পরিচালক সৃজিৎ রায়ের নতুন ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হয়ে যায় বিনা নোটিশে। পরিচালকের পাশে দাঁড়ায় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। সমস্যায় পড়েন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ও। তাঁদের সিনেমা ও সিরিজের শ্যুটিংও আটকে যায়। অন্যদিকে এই শ্যুটিং বন্ধ হয়ে যাওয়া নিয়ে ফেডারেশনের সঙ্গে তাঁরা কথা বলতে গেলে ফেডারেশনের পক্ষ থেকে কোনও উত্তর মেলে না। বারে বারে চেষ্টা করার পরেও যখন সমস্যার সমাধাম হয় না। মাঠে নামে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। শ্যুটিং শুরু না হলে, কাজ বন্ধ করার হুঁশিয়ারি ও দেওয়া হয়। সেই মত গত ৭ তারিখ বন্ধ ছিল একাধিক ধারাবাহিকের শ্যুটিং। কোথাও আবার পরিচালক ছাড়াই হয়েছে শ্যুটিং। তবে শুক্রবার রাতের বৈঠকে সমস্যার সমাধান আর অধরা রইল না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola