Kolkata News: পড়ুয়ার মা-বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি 'গুণধর' মনোজিৎ ! সামনে আসছে একের পর এক অভিযোগ

ABP Ananda LIVE: কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত, তৃণমূল কর্মী মনোজিত মিশ্রর বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। অভিযোগ, তাঁর লবিতে যোগ না দিলে নাকি পড়ুয়ার মা-বাবাকে পর্যন্ত হুমকি দিতে ছাড়েনি 'গুণধর' মনোজিৎ। ২০১৯-এর ১৭ ডিসেম্বর কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন সারদাপল্লির বাসিন্দা মুকুন্দ পাণ্ডে, যাঁর ছেলে মনোজকুমার পাণ্ডে সেসময় কসবা ল' কলেজেরই পড়ুয়া ছিলেন। মুকুন্দ পাণ্ডে অভিযোগ জানান, ১৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর উত্তর পঞ্চান্নগ্রামের দোকানে চড়াও হয় মনোজিৎ ও তার দলবল। কলেজে ঢুকলেই ছেলেকে মারধর করবে বলে হুমকি দেয় মনোজিৎ। এখানেই শেষ নয়, ছেলেকে গুলি করার হুমকিও দেয় মনোজিৎ, এমনটাই অভিযোগপত্রে লেখা হয়। মনোজিৎ মিশ্রর দৌরাত্ম্য় নিয়ে অসহায়তার সুর শোনা গেছে খোদ আইন কলেজেরই অধ্য়াপকের গলায়!

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola