Kolkata News:মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা, পথচারীর মৃত্যু, সিরিয়াল পরিচালকের জামিনের আর্জি খারিজ
ABP Ananda Live: মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হল সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। রাতভর পার্টি, দেদার মদ্যপান, সকালে বাড়ির পথে রাস্তা ছেড়ে সোজা বাজারের মধ্যে ঢুকে গেল গাড়ি। মত্ত পরিচালকের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন এক পথচারী। আহত আরও অনেকেই। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হল সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। এই দুর্ঘটনায় উঠে আসছে বিনোদন জগতের বেশ কয়েকটি নাম। ঘটনার পরই স্থানীয়দের মুখে শোনা গিয়েছিল, গাড়িতে ছিলেন মহিলাও। পুলিশ সূত্রে দাবি, পরিচালকের পার্টিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। তাই কি?
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক বাগানবাড়িতে, শনিবার, রাতে একটি পার্টি ছিল। রাতভর সেখানে পার্টি করার পর, রবিবার সকালে বাড়ি ফিরছিলেন পরিচালক সিদ্ধান্ত দাসেরা। গাড়িতে ছিলেন আরও এক সহকর্মীও। বিষ্ণুপুর দিয়ে ঠাকুরপুকুর বাজারের কাছে এসে,ডায়মন্ডহারবার রোডে উঠতে যাওয়ার সময়, রাস্তা ছেড়ে হঠাৎ বাজারের ঘিঞ্জি গলিতে ঢুকে পড়ে গাড়িটি। বাজারে ঢুকে, পরপর পথচারীদের ধাক্কা মারে গাড়ি। ঘটনায় গুরুতরভাবে জখম হন ৬ জন। তাদের মধ্যে ৪ জনকে ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থা বাকি ২ জনকে স্থানান্তর করা হয় সিএমআরআই হাসপাতালে। রবিবার বিকেলের তাঁদের মধ্যেই আমিনুর রহমান নামে একজনের মৃত্যু হয়। অভিযুক্ত পরিচালককে অনিচ্ছাকৃত খুনের ধারায় গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত ওই পরিচালক। গাড়িতে ছিলেন আরও এক সহকর্মীও।