Kolkata News: 'এটা বলা কখনওই সম্ভব নয় কোথায়, কখন জল নামবে', মন্তব্য তৃণমূল কাউন্সিলরের
ABP Ananda LIVE: 'এটা বলা কখনওই সম্ভব নয় কোথায়, কখন জল নামবে। কেউ বলে দিতে পারবে না যে জলটা দুঘণ্টায় নেমে যাবে সব জায়গায়। আমি পুরসভা থেকে এলাম বাড়িতে কোথাও জল নেই...', মন্তব্য তৃণমূল কাউন্সিলর তারক সিংহের।
টানা বৃষ্টিতে জলমগ্ন SSKM হাসপাতাল, একাধিক ওয়ার্ড জলের তলায়
টানা বৃষ্টিতে জলমগ্ন SSKM হাসপাতাল । একাধিক ওয়ার্ড জলের তলায়। জল পেরিয়ে হাসপাতালে ঢুকতে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের।নিম্নচাপের প্রবল বৃষ্টিতে চরম দুর্ভোগ কলকাতা শহরের একাধিক মেডিক্যাল কলেজে। ন্যাশনাল মেডিক্যাল থেকে কলকাতা মেডিক্যাল, এসএসকেএম হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল, এক রাতের ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের প্রথম সারির সবকটি সরকারি হাসপাতাল। ন্যাশনাল মেডিক্যাল কলেজে জলে হাবুডুবু খাচ্ছে জরুরি বিভাগ। ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওয়ার্ডের ভিতরেও হাঁটুজল। রোগীদের বেডের পায়ার প্রায় পুরোটাই জলের তলায় ডুবে। জলে ভাসছে ডিজিটাল এক্স রে রুম। ন্যাশনাল মেডিকেল কলেজে MRI রুমও জলের তলায় ডুবে। আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে কার্যত হাঁটুজল ঠেলে যাতায়াত করতে হচ্ছে সবাইকে।