TMC News : তৃণমূল কাউন্সিলরকে হামলার ঘটনায় অভিযুক্ত গুলজারকে হেফাজতে পেয়েছে পুলিশ

Continues below advertisement

ABP Ananda Live : তৃণমূল কাউন্সিলরকে হামলার ঘটনায় অভিযুক্ত গুলজারকে হেফাজতে পেয়েছে পুলিশ। এরপর আবার তাকে নিয়ে যাওয়া হবে লালবাজারে। পরবর্তী তদন্তের পর্যায় শুরু হবে। পুলিশ সূত্রে খবর মুঙ্গের থেকে আনা হয়েছিল অস্ত্র। গুলজার ছিল প্ল্যানমেকার। 

পরীক্ষা না দিয়েই সরকারি চাকরির পক্ষে সওয়াল শাসক-নেতার? সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আজব দাবি তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। স্বাধীনতার পর কখনও দেখেছেন, ঘরের ছেলেরা সিভিক বা ভিলেজ পুলিশ হয়েছে? 'কোনও পরীক্ষা না দিয়েই আজ তাঁরা চাকরি পেয়েছে' ভাঙড়ে দলীয় সভায় মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। সরকারি জায়গায় পোড়া পার্টি অফিস দেড়মাসের মধ্যে পাকা করার চ্যালেঞ্জ। মালদায় ট্যাব-প্রতারণা কাণ্ডে পুলিশের জালে আরও একজন। কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেফতার করেছে মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে হবিবপুরের কেন্দপুকুর হাইস্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা তছরুপের অভিযোগ রয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram