Kasba News: কসবাকাণ্ডের আবহে বিস্ফোরক মন্তব্য় করেই এখন তৃণমূলের রোষে রাজন্য়া | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবাকাণ্ডের আবহে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্য়া হালদার। আর সেই মন্তব্য় করেই এখন তৃণমূলের রোষে রাজন্য়া। এবার নাম না করে রাজন্যা হালদারকে আক্রমণ করলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। আর রাজন্যা হালদারের নাম শুনে, কার্যত তাচ্ছিল্য়ের হাসি দেখা গেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে। পাল্টা জবাব দিয়েছেন রাজন্য়া হালদার।
ছাত্রীকে 'গণধর্ষণ', সেই সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? ভাইরাল ছবি ঘিরে বিস্ফোরক প্রশ্ন
গত জুন মাসেই কসবাকাণ্ড প্রকাশ্যে আসে। ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন কলেজের রেজিস্টারে দেখা যাচ্ছে ভাইস প্রিন্সিপালের ইন-আউট টাইম লেখা রয়েছে '৯.৫০' । আর এখানেই উঠেছে প্রশ্ন। তাহলে কি একই সময়ে ঢুকলেন এবং বেরিয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল? ৯.৫০-এর পাশে সকাল কিংবা সন্ধে AM/ PM কেন লেখা নেই ? তাহলে কি মনোজিৎদের অত্যাচারের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? মূলত ছাত্রীর বয়ান অনুযায়ী সন্ধে ৭.৩০ থেকে রাত ১০.৫৫ পর্যন্ত কলেজে আটকে অত্যাচার চলেছিল। বেরোনোর সময় রাত ৯.৫০ হলে, ধর্ষণের সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল ? ভাইরাল রেজিস্টার নিয়ে এখানেই প্রশ্ন উঠেছে। কিন্তু কোনও স্পষ্ট জবাব নেই ভাইস প্রিন্সিপালের।