Kolkata News: কালীঘাটে গাড়ি দুর্ঘটনার মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য, ১৫ হাজারে ভারতীয় নাগরিকত্ব?
ABP Ananda LIVE: ১৫ হাজার টাকা প্যাকেজে মিলছে ভারতীয় নাগরিকত্ব। কালীঘাটে গাড়ি দুর্ঘটনার মামলার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের নাগরিক আজাদ শেখ ভারতে অনুপ্রবেশের পর দালালের মাধ্যমে জাল নথি বানিয়ে ফেলেছিল। সেই দালালই আজাদের সঙ্গে ন্যাজাটের বাসিন্দা জাফর আলি শেখের পরিচয় করিয়ে দেয় এরপর জাফরের বাড়িতে গিয়ে ওঠে আজাদ। জাফরের দাদা সেজে, তার মা-বাবার নাম ব্যবহার করে বানিয়ে ফেলে জাল ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশের নাগরিক আজাদ শেখের ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড উদ্ধার করেছে পুলিশ। আজাদের কাছে মিলেছে আয়ুষ্মান ভারতের কার্ডও।
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ, মিলল রফাসূত্র ?
বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক শেষ। পরীক্ষা না দিয়ে কীভাবে স্কুলের চাকরিতে বহাল ? মিলল রফাসূত্র ? বিকেল ৪.৩০: চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠক।বিকাশভবনে চাকরিহারা শিক্ষক-সরকারের দেড় ঘণ্টার বৈঠক। ৩১ মে-র মধ্যে SSC-কে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা ? মিলল সমাধানসূত্র ? বিকাশভবনে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক