Kolkata News: সম্পূর্ণ স্বাভাবিক থাকা সত্ত্বেও OPD-তে ভর্তি হতে চান রোগী, তাণ্ডব বাঙুর হাসপাতালে

Continues below advertisement

ABP Ananda Live: বাঙুরে হাসপাতালে রোগী ও পরিজনদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ স্বাভাবিক থাকা সত্ত্বেও জোর করে এমার্জেন্সি বিভাগে ভর্তি হতে চান এক ব্যক্তি। ওপিডিতে দেখানোর কথা বলার পরই শুরু হয় বচসা। অভিযোগ, জরুরি বিভাগের মেন গেটের কাচ ভেঙে দেন ওই রোগী। পরে গল্ফগ্রিন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

আরও খবর, গভীর রাতে কারখানায় বিধ্বংসী আগুন। আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। মঙ্গলবার মধ্যরাতে সোহারই মোড় এলাকায় এক বিস্কুট কারখানায় আগুন লাগে।  দ্রুত বিধ্বংসী চেহারা নেয় আগুন। ছড়িয়ে পড়ে কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। আশেপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram