TMC News: দুষ্কৃতীরাজ ফেরানোর চেষ্টা, প্রশাসনকে আরও সজাগ হতে হবে, হামলার পর বিস্ফোরক সুশান্ত
ABP Ananda Live: এলাকায় দুষ্কৃতীরাজ ফেরানোর চেষ্টা। কারও কারও সমর্থনও পাচ্ছে। প্রশাসনকে আরও সজাগ হতে হবে, হামলার পর বিস্ফোরক সুশান্ত। টানা ৩ দিন। লটারিকাণ্ডে ইডির ম্যারাথান তল্লাশি। একযোগে কলকাতা-চেন্নাইয়ে হানা। বাজেয়াপ্ত প্রায় ৯ কোটি টাকা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা? হিসেব কষছে এজেন্সি। অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত। অভিষেকের বার্তার পরে এক টেবিলে কেষ্ট-কাজল। ১৫ ডিসেম্বর বীরভূমে ফের কোর কমিটির বৈঠক। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি। বৈষ্ণবনগর ও কালিম্পং থেকে গ্রেফতার আরও ২। একশো কুড়িটি এফআইআর-এর প্রেক্ষিতে এখনও পর্যন্ত ধৃত ১৩। দিকে দিকে 'তরুণের স্বপ্ন' চুরি। আরামবাগ, নিউ ব্যারাকপুরেও ট্যাব কেলেঙ্কারি। একের টাকা অন্যের অ্যাকাউন্টে! গোয়ালপোখরের টাকা গেল কেরলে! পরীক্ষার জন্য আজ রাতে সাড়ে ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টে-হাওড়া ব্রিজ দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ।