Kolkata News: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমির উদ্যোগে রবীন্দ্রসদনে শুরু নাট্যমেলা, ১৭ ডিসেম্বর চলবে এই মেলা
ABP Ananda Live: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমির উদ্যোগে রবীন্দ্রসদনে শুরু হল নাট্যমেলা। ১৭ ডিসেম্বর চলবে এই নাট্য মেলা। ১০ দিন ব্য়াপী চলা এই মেলায় প্রদর্শিত হবে বিভিন্ন ধরনের ১৬৩ টি নাটক।
হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ! টাকা গুনতে আনা হয়েছে মেশিন
মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য টাকার পাহাড় ! প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গুনতে আনা হয়েছে মেশিন। হুমায়ুন কবীরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি ১১টি ট্রাঙ্ক রয়েছে। আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্যই আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা গুনতে ৩০ জনকে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু QR কোড স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবীরের। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন।