Park Street Fire:ফের পার্কস্ট্রিটে অগ্নিকাণ্ড, ফিরে এল ১৪ বছর আগের স্টিফেন কোর্টের আতঙ্কের ছবি

বারবার অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। পার্কস্ট্রিটে ১৪ বছর আগে স্টিফেন কোর্টে আগুন লেগেছিল। এবার তার প্রায় ২৫০ মিটার দূরে আরও এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই স্মৃতি উসকে দিল। ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল বহুতলের ওপরে থাকা বন্ধ রেস্তোরাঁ। অফিস টাইমে জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়লেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি সাধারণ মানুষ। ঘটনাস্থল ফের সেই পার্কস্ট্রিট। ফিরে এল ১৪ বছর আগেকার স্টিফেন কোর্টের আগুন আতঙ্কের ছবি।                                                                                                                  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola