Police : গন্ডগোলের খবর পেয়ে আনন্দপুরের পানশালায় তদন্তে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। ABP Ananda Live
ফের তদন্তে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। গন্ডগোলের খবর পেয়ে আনন্দপুরের পানশালায় তদন্তে গিয়ে 'আক্রান্ত' পুলিশ। পুলিশের এক সাব ইনস্পেক্টরকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয়েছেন এক হোমগার্ডও। গ্রেফতার আইনজীবী ও তাঁর বান্ধবী। ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর সহ একাধিক ধারায় মামলা দায়ের।