Bhangar Update: ভাঙড়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল | ABP Ananda LIVE
ভাঙড়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। উত্তর কাশীপুর, ভাঙড়, পোলেরহাট ও চন্দনেশ্বর, নতুন বছরে ভাঙড়ের এই চারটি থানা কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে। কলকাতার পুলিশ কমিশনার এই থানাগুলি পরিদর্শন করবেন। ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনারের অফিস। সেখানে গিয়ে অফিস ঘুরে দেখেন বিনীত গোয়েল। এরপর যান ভাঙড় ও উত্তর কাশীপুর থানায়।