Pollution: 'দূষণে বেশি চিন্তা বাচ্চাদের জন্যই', কী বললেন শিশুরোগ বিশেষজ্ঞ?
ABP Ananda Live: 'বাচ্চার বড়দের থেকে বেশি AIR গ্রহণ করে। তারফলে ওদের ক্ষতিটাও বেশি হয়। দূষণে বেশি চিন্তা তাই বাচ্চাদের জন্যই', মন্তব্য শিশুরোগ বিশেষজ্ঞর। দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি, রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। শহরে দূষণ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বর-সর্দি-কাশি।
আরও খবর, শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই।