Kolkata: কলকাতায় ফিরল স্ক্রাব টাইফাসের আতঙ্ক, বাড়ছে আক্রান্ত। Bangla ‌News

Continues below advertisement

করোনা আবহের মধ্যে যখন আতঙ্ক বাড়াচ্ছে নাইরোবি ফ্লাই, তখন শহরে ফের স্ক্রাব টাইফাসের (scrub typhus) হানা! পরিস্থিতি মোকাবিলায় তত্পর স্বাস্থ্য (Health) দফতর। রাজ্যের ৪৪টি ল্যাবে পাঠানো হচ্ছে বিশেষ কিট। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ- সূত্রে খবর,  গত ৩ সপ্তাহে ১০ শিশু ভর্তি হয়েছে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে। এখনও চিকিত্সাধীন বেশ কয়েকটি শিশু (Child)। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram