Free Ice Cream :রাজ্যের প্রান্তিক শ্রেণির শিশুদের বিনামূল্যে আইসক্রিম খাওয়াচ্ছে রলিক।ABP Ananda Live
ডিসেম্বর ও জানুয়ারি, এই দু'মাস, রাজ্যের প্রান্তিক শ্রেণির শিশুদের বিনামূল্যে আইসক্রিম খাওয়াচ্ছে রলিক। আজ বাইপাসের ধারে হেরিটেজ সকুলে কয়েক হাজার শিশুদের হাতে তুলে দেওয়া হল রঙিন হিমেল স্বাদের উপহার। আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।