Kolkata Roads : বৃষ্টির জলে কার্যত 'মরণফাঁদে' পরিণত কলকাতার একাধিক রাস্তাঘাট ! পুজোর আগে কাটবে ভোগান্তি ?

পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত। তারাতলা বেস ব্রিজ, হরিদেবপুরের এমজি রোড থেকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। ছবিটা একই রকম। রুবি মোড়ের কাছে খারাপ রাস্তায় জোড়া তাপ্তি দিয়ে চলছে কাজ। কামালগাজির কাছেও বেহাল রাস্তা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola