Park Street Shootout: দাদাকে দেখতে গিয়েছিলাম, কথা বলতে দেয়নি, জানালেন জখম সুবীরের ভাই। Bangla News
Continues below advertisement
নদিয়ার চাকদা থানা এলাকার আলাইপুর গ্রামের বাসিন্দা CISF কমাডান্ট সুবীর ঘোষ। আজই তাঁর গ্রামের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু গতকাল ভারতীয় জাদুঘরে CISF-এর ব্যারাকে হেড কনস্টেবলের গুলিতে জখম হন সুবীর। খবর পেয়ে রাতেই কলকাতায় যান ভাই সরোজ ঘোষ। সুবীর সস্ত্রীক থাকেন ভারতীয় জাদুঘরে CISF কমপ্লেক্সে। একমাত্র ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। পরিবার সূত্রে খবর, খেলাধুলোয় ভালো ছিলেন সুবীর। আশির দশকে যোগ দেন CISF-এ। অবসরের মুখে দাঁড়িয়ে এই ঘটনায় চিন্তিত তাঁর পরিবার।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Kolkata Shootout এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Parkstreet Shootout Bangla News