Kestopur Youth : ১৬ ঘণ্টা পরেও খোঁজ মেলেনি কেষ্টপুর খালে পড়ে যাওয়া যুবকের !

ভরসন্ধেয় কেষ্টপুর খালে পড়ে যান কেষ্টপুরের যুবক। ঘটনার ১৬ ঘণ্টা পরেও তাঁর খোঁজ মেলেনি। কেষ্টপুরের বাসিন্দা উজ্জ্বল মল্লিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল সন্ধে ৬টা নাগাদ কেষ্টপুর খালের ৭ নম্বর ব্রিজের রেলিংয়ে বছর পঁয়ত্রিশের যুবককে বসে থাকতে দেখা যায়। অভিযোগ, এরপরই তিনি খালে ঝাঁপ দেন। তবে বেসামাল অবস্থায় পড়েও যেতে পারেন বলে অনেকের অনুমান। পরিবারের দাবি, সেভাবে কোনও কাজ করতেন না ওই যুবক। নেশাগ্রস্ত ছিলেন। ফলে হতাশা থেকে আত্মহত্যা, নাকি দুর্ঘটনা, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola