South Point School:সাউথ পয়েন্টে নিয়োগ দুর্নীতির অঙ্ক প্রায় ২০ কোটি , গ্রেফতার ট্রাস্টি বোর্ডের সদস্য

Continues below advertisement

ABP Ananda LIVE: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের (South point School) ট্রাস্টি বোর্ডের সদস্য(Trustee Board) কৃষ্ণ দামানি। পুলিশের রেডারে ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য-সহ আরও তিনজন। পাশাপাশি, স্কুলের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজেও বিপুল ।অঙ্কের টাকা নয়ছয় হয়েছে বলে MP বিড়লা গ্রুপের আশঙ্কা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram