Kolkata Street Food: দামে সস্তা, স্বাদে অতুলনীয়, চিত্তবাবুর দোকানের খাবারে মজে আট থেকে আশি। ABP Ananda Live

Continues below advertisement

ফিশ ফ্রাই, ফিশ রোল ফিশ ব্য়াটার ফ্রাই থেকে শুরু করে টোস্ট চিকেন স্টু, চিকেন কষা, ডিম কষা, ফ্রাইড রাইস, পোলাও! কী নেই ছোট্ট  এই দোকানে! বহুবছর ধরে সসম্মানে নিজের ঐতিহ্য় বহন করে চলেছে কলকাতায় চিত্তবাবুর দোকান। ডেকার্স লেনের এই দোকানের প্রতি বাঙালি অনুভব করে শিকড়ের টান। অনেক বছর ধরেই জেঠুর এই দোকান দুহাতে সামলাচ্ছেন সন্দীপ রায়। আমিষের পাশাপাশি নিরামিশ খাবারও এখানে পাবেন আপনি। খুব সস্তায় পেট ও মন ভরানো খাবারের ডালা সাজিয়ে সকাল থেকে রাত অব্দি ভোজনরসিকদের স্বাগত জানাতে প্রস্তুত চিত্তবাবুর দোকান। দোকানের হালহকিকত এবিপি লাইভের সঙ্গে শেয়ার করলেন বর্তমান মালিক সন্দীপ রায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram