Sealdah News: শিয়ালদায় গুলিকাণ্ডে দুজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। ABP Ananda Live

Continues below advertisement

Sealdah: শিয়ালদায় গুলিকাণ্ডে দুজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। হামলাকারীদের একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কেন ইমরানের উপর হামলা? জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরোনো কোন শত্রুতার জেরেই হামলা বলে সন্দেহ তদন্তকারীদের। হামলাকারীদের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল বলে দাবি আহতের পরিবারের পক্ষে দাবি করা হয়েছে। 

 

আরও খবর, রাজ্য সরকারের দেওয়া ত্রাণের ত্রিপল পুর আধিকারিকের বাড়িতে! দুর্গাপুর পুরসভার কর্মী শুভ দত্তর বাড়ির অনুষ্ঠানে বিশ্ববাংলা লোগো বসানো ত্রিপল। ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির। অস্বস্তি ঢাকতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের। যদিও গোটা বিষয়টির দায় ডেকরেটর্স সংস্থার ঘাড়ে চাপিয়েছেন অভিযুক্ত পুর আধিকারিক। একমাসেই অবস্থান বদল!  IMA রাজ্য শাখার ভোটে লড়বেন না বলে ঘোষণা করেও, ফের সিদ্ধান্ত বদলে ফেললেন শান্তনু সেন।  নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন তিনি । সেপ্টেম্বর মাসে শান্তনু সেন দাবি করেছিলেন, ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলের মতো অরাজনৈতিক সংগঠনে, রাজনৈতিক সত্তা নিয়ে, না থাকাই উচিত। কিনতু, IMA-র রাজ্য় শাখার প্রার্থী তালিকা প্রকাশ হতেই, দেখা যায় - তাতে নাম রয়েছে শান্তনু সেনের। শুক্রবার শেষদিনে, মনোনয়ন জমা দেন তিনি। কিনতু, হঠাৎ সিদ্ধান্ত বদল কেন?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram