Jayant Singh: আজ ফের আদালতে পেশ আড়িয়াদহের ত্রাস জয়ন্ত গ্যাংকে। ABP Ananda live
Continues below advertisement
Saugata Roy: জয়ন্ত বাহিনীকে আজ ফের আদালতে পেশ। কামারহাটিকাণ্ডে জয়ন্ত সিংয়ের থেকে দূরত্ব তৈরি করতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন সৌগত রায়। এদিন তিনি বলেন, আজ থেকে কোনও সমাজবিরোধী, গুন্ডা, অসাধু প্রোমোটারের সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে, তাহলে কি সমাজবিরোধী-তৃণমূলের যোগ ছিল, তা মানলেন সৌগত রায়? পিএইচডি-র ভর্তি প্রক্রিয়ায় জটিলতা কাটতে চলেছে মাও নেতার। জেল থেকে এসে ভর্তি প্রক্রিয়ায় কাউন্সেলিংয়ে অংশ নিলেন অর্ণব দাম। ইতিহাসের পিএইচডিতে ভর্তিতে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের। বর্ধমান জেল থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আনা হল অর্ণব দামকে। মৌখিক আশ্বাস মেলার পরেই খুলছে জট, দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। হুগলি জেল থেকে গতকালই কাউন্সেলিংয়ের জন্য বর্ধমান আনা হয় অর্ণবকে। ABP Ananda live
Continues below advertisement